ষ্টাফ রিপোর্টারঃ
মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মুক্তিযোদ্ধা কোটা বহাল, মুক্তিযুদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি ও মুক্তিযুদ্ধা পরিবারের সুরক্ষা আইন সহ ১১দফা দাবিতে রোববার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের উদ্যোগে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সাধারণ সম্পাদক দেওয়ান আলমগীর চৌধুরীর পরিচালনায় ও ভারপ্রাপ্ত সভাপতি আফিকুর রহমান নোমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মৌলভীবাজার সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আনছার আলী, বীর মুক্তিযোদ্ধা রমা কান্ত ধর, আব্দুল মজিদ, নিতিশ চন্দ্র নাক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড মৌলভীবাজার শাখার সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সেক্টর কমান্ড ফোরাম মৌলভীবাজার শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সামছুল হক, শহিদ পরিবারের সন্তান জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ তপু, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাকিবুল হাসান রাজিব, মোঃ মাহবুবুর রহমান খাঁন অপু, জাবেদুর রহমান, মাছুম, রনি ও সাজন।
এ সময় মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও মুক্তিযুদ্ধ মঞ্চ মৌলভীবাজার জেলা কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মৌলভীবাজারে ১১দফা দাবিতে মুক্তিযুদ্ধ মঞ্চের মানববন্ধন
