ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্র সংসদ সহ ১২ দাবিতে পরিকল্পনা মন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে কলেজের শিক্ষার্থীরা।
কলেজ আয়োজিত সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ ও গজববিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান উপস্থিত হলে শিক্ষার্থীরা এ স্মারকলিপি প্রদান করে।
মৌলভীবাজার সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জাকের আহমদ (অপু)’র নেতৃত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আশরাফ মাহমুদ শাকিল, বিকাশ ভৌমিক, স্বপ্না বেগম, কলি আক্তার, শাহিনা আক্তার নিপা, মামুন আহমদ, যুবেদ আহমদ, আব্দুল মুকিম শাওন, আবুল বাকের মুরাদ, জাহিদুল ইসলাম, তারেক আহমেদ শিমুল, আমেনা আক্তার, রিজন আহমেদ, ইমা বেগম, পপি আক্তার ও মাহিমা রহমান প্রমুখ।
দাবি সমূহ হলো-ছাত্রসংসদ পুনরায় চালু করা, দশ তলা বিশিষ্ট দুটি একাডেমিক ভবন নির্মাণ, তিনটি অত্যাধুনিক বাস, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন, শিক্ষকদের জন্য ডরমিটরি নির্মাণ, শেখ রাসেলের নামে একটি আইসিটি ভবন স্থাপন, একটি ছাত্র হল একটি ছাত্রী হল নির্মাণ, দুই তলা বিশিষ্ট একটি অত্যাধুনিক লাইব্রেরী, রুচিশীল ক্যান্টিন, শিক্ষার্থীদের জন্য দুটি যাত্রী ছাউনি, একটি স্বাস্থ্য কেন্দ্র ও নতুন বিভাগ চালু করা।
মৌলভীবাজারে ১২ দফা দাবিতে পরিকল্পনা মন্ত্রীর কাছে শিক্ষার্থীদের স্মারকলিপি
