ষ্টাফ রিপোর্টারঃ
পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান বলেছেন, আমাদের আয়ূ বেড়েছে। দেশের সকল মানুষের খাদ্যাভাব শেষ হয়েছে। বর্তমান সরকার ৯২ ভাগ বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। কিন্তু কিছু লোক এটা মেনে নিতে পারছে না। সর্বদাই তারা উন্নয়নের বিরুদ্ধে কথা বলে। আবার আরেক দল আছে যারা জঙ্গির সাথে জড়িত। এর মাধ্যমে তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। কিন্তু শেখ হাসিনা শক্ত হাতে জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করেছেন।
শনিবার সন্ধ্যায় মৌলভীবাজার পৌর সভার প্রবীণাঙ্গণের উদ্বোধনী অনুষ্ঠান ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এই কথাগুলো বলেন।
পৌর মেয়র ফজলুর রহমান এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মল্লিকা দে, পুলিশ সুপার ফারুক আহমদ ও সিভিল সার্জন ডাঃ শাহাজান কবীর চৌধুরী।
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান আরও বলেন, আপনারা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সর্বদা সমর্থন দিয়ে আসছেন এবং আগামীতেও দিবেন। কোনো বাঁধাই দেশের উন্নয়নকে আটকাতে পারবে না। এসময় মন্ত্রী মৌলভীবাজারের উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেন। মৌলভীবাজারে মেডিকেল কলেজ স্থাপনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
প্রবীণাঙ্গণের উদ্বোধনী অনুষ্ঠান ও সুধী সমাবেশে পৌর শহরের প্রবীণ নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।
দেশে খাদ্যাভাব শেষ হয়েছে- পরিকল্পনা মন্ত্রী
