ষ্টাফ রিপোর্টার
মৌলভীবাজারে সেবামূলক সংগঠন “দি অপটিমিস্ট” এর উদ্যোগে ১৮২ জন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীকে শুক্রবার শহরের কাশীনাথ আলাউদ্দীন উচ্চ বিদ্যালয় মাঠে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।
এ সময় ১৮২ জন শিক্ষার্থীর মাঝে মোট ৯ লক্ষ ৮৩ হাজার ৫শ টাকা বৃত্তি হিসেবে প্রদান করা হয়। তাদের মধ্যে ১১ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে জনপ্রতি নগদ ১০,৮০০ টাকা প্রদান করা হয়।
সংগঠনের মৌলভীবাজার শাখার পরিচালক সৈয়দ মোসাহিদ আহমদ চুন্নুর সভাপতিত্বে ও প্রকল্প পরিচালক আজমল আহমেদ এবং জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক সুশিপ্তা দাশ এর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে ও সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুস সামাদ মিয়া প্রমুখ।
স্বাগত বক্তব্য দেন সংগঠনটির তথ্য ও জনসংযোগ বিভাগের পরিচালক বক্সি ইকবাল আহমদ। উপস্থিত ছিলেন সংগঠনটির কান্ট্রি অফিসের সেক্রেটারি এ.কে.এম সাইদুল করিম।
Post Views:
0