স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের ব্যতিক্রমী সামাজিক সংগঠন মানবতাপ্রেমির প্রথম বর্ষপূর্তি রোববার রাতে পৌর শহরের রেষ্টইন হোটেলে সম্পন্ন হয়েছে।
গ্রুপ ক্রিয়েটার জুবায়ের আলী আহমদ এর সভাপতিত্বে ও সত্রাজিত আচার্য্য এর পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজ সেবক এ এইচ এম সাহাব উদ্দিন আহমেদ ও এমদাদুর রহমান রেনু। সদস্যদের মধ্যে থেকে বক্তব্য রাখেন, মোক্তাদির হোসাইন, কামরুজ্জামান রনি, হোসাইন আহমদ, মিতা ভুইয়া তানিয়া, পলাশ আহমেদ ও মামুন প্রমুখ।
মৌলভীবাজারে মানবতাপ্রেমীর বর্ষপূর্তি
