স্টাফ রিপোর্টারঃ কমলগঞ্জ পৌর এলাকার উত্তর আলেপুর নিবাসী মরহুম সৈয়দ মবশ্বির আলীর একমাত্র পুত্র ও সিপাহসালার শাহ সৈয়দ নাসির উদ্দিন (রহ.) স্মৃতি সংসদ ও পীরে কামেল শাহ সৈয়দ দিলোওয়ার আলী (রহ.) স্মৃতি পরিষদের অন্যতম উপদেষ্টা, প্রবাসী সৈয়দ মনির আলী গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় মস্তিস্কে রক্তক্ষরণ জনিত কারণে নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন।(ইন্না…..রাজেউন) মুত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। মুত্যুকালে তিনি স্ত্রী ২পুত্র ২কন্যা সন্তান রেখে গেছেন। গত শুক্রবার বাদ জুম্মা উত্তর আলেপুর গোরস্থানে মরহুমের নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়। নামাজে জানাজায় ইমামতি করেন-মরহুমের ভাতিজা মাওলানা মুস্তাকিম আহমদ।
নামাজে জানাজায় উপস্থিত ছিলেন-কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ,সাবেক মেয়র আবু ইব্রাহিম জমসেদ,৫নং ওয়ার্ড কমিশনার রমুজ মিয়া,প্রবীণ সাংবাদিক রাজনীতিবিদ আব্দুর রশীদ চৌধুরী মাখন,সিনিয়র সাংবাদিক ও মরহুমের ভাগ্নে হাজী এম আহমদ আলী,ভাতিজা মৌলভী বাজার জেলাবারের এডভোকেট সৈয়দ আহসান মাহমুদ হাবিবসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। নামাজে জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন-মেয়র জুয়েল আহমদ,পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন-মরহুমের ভাগ্নে সাংবাদিক এম আহমদ আলী ও ভাতিজা সাংবাদিক মুক্তাদির আহমদ। দাফন শেষে দোয়া পরিচালনা করেন-উত্তর আলেপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহবুবুর রহমান।
কমলগঞ্জে সমাজসেবী সৈয়দ মনির আলীর ইন্তেকাল
