ষ্টাফ রিপোর্টারঃ
সিনে টিউন মিডিয়া আয়োজিত জাতীয় শর্ট-ফিল্ম প্রতিযোগিতা’১৯ এর পুরস্কার বিতরণ বুধবার ৬ নভেম্বর বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এতে মৌলভীবাজারের কৃতি সন্তান শাহীন ইকবাল এর রচনায় ও বাহার জামালের পরিচালনায় নির্মিত “দ্যা ফেইথ” শর্ট ফিল্ম চ্যাম্পিয়নের পুরস্কার লাভ করে।
অনুষ্ঠানে সিনে টিউন মিডিয়ার নির্বাহী পরিচালক আব্দুল আলিমের সভাপতিত্বে প্রধান অথিতি ছিলেন বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচিত সভাপতি অভিনেতা মিশা সওদাগর।
বিচারকের দায়িত্বে ছিলেন চলচ্চিত্র নির্মাতা মাকসুদুল আলম, আব্দুল্লাহ আল কাফি ও জাকারিয়া হাবীব পাইলট।
প্রতিযোগিতায় ১ম “রানার আপ” হয় “হ্যাপিনেস”। ২য় রানার আপ “অনেস্টি ইজ দ্যা বেষ্ট পলিসি”।
সেরা দশের পুরস্কারে ভূষিত হয় দৃষ্টি ভঙ্গি, আমিও মানুষ, স্বাধীনতা, ক্রোধ, রুম নং ২২৪, মানবতার মৃত্যু ও হোম টিউটর।
শাহীন ইকবাল মৌলভীবাজার সরকারি কলেজ থেকে বিবিএ এবং ঢাকা কলেজ থেকে এমবিএ করেন। তার গ্রামের বাড়ি জেলার কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নে। তিনি দীর্ঘ দিন যাবত সফলতার সাথে মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন স্থানে সুস্থ্য সাংস্কৃতি কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছেন। তিনি অভিনয়ের পাশাপাশি আবৃত্তি, উপস্থাপনা ও লেখালেখির নিয়ে কাজ করেন।
মৌলভীবাজার প্রতিদিনের সাথে একান্ত আলাপকালে শাহীন ইকবাল বলেন “সারা জীবন সাংস্কৃতিক আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকে সমাজ ও মানবতার কল্যাণে কাজ করে যেতে চাই”।
মৌলভীবাজারের শাহীন ইকবাল এর ”দ্যা ফেইথ” চ্যাম্পিয়ন
