কাতার প্রতিনিধি::
কাতারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়ন পরিষদ এর অভিষেক সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার ৭ নভেম্বর কাতারের রাজধানী দোহার স্হানীয় অভিজাত এক রেস্তোরাঁয় বিপুল সংখ্যক প্রবাসীদের উপস্থিতিতে মনজুর আলম ও আমিনুল ইসলামের যৌথ সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ফজলুল করিম ফজলু। মোবাইলে বাংলাদেশ থেকে বক্তব্য রাখেন ভুকশিমইল ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আজিজুর রহমান মনির। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারস্হ জালালাবাদ এসোসিয়েশন এর সভাপতি মোঃ কপিল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া কল্যাণ সমিতি কাতার এর সভাপতি আজিজুর রহমান, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সভাপতি মোঃ শাহাজান মিয়া, যুক্তরাজ্য প্রবাসী কামাল ইবনে শহিদ চৌধুরী, হোসেন চৌধুরী ও রাসেল চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মালেক আহমদ, ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতার এর সভাপতি আব্দুল খালিক, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শাহীন, জালালাবাদ এসোসিয়েশনের উপদেষ্টা সৈয়দ আনা মিয়া, রাজনগর প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি আবিদুর রহমান ফারুক, সিলেট বিভাগ সমাজকল্যাণ পরিষদ কাতারের সভাপতি লোকমান সিদ্দিকী, লেখক সাংবাদিক এসোসিয়েশন কাতার এর সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম, কাক সুপার স্টার ক্লাবের পরিচালক জমশেদ আহমদ, সংগঠন এর উপদেষ্টা লেবু মিয়া, আব্দুর রহিম দুদু ও সুন্দর আলী। বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক এমরান আহমদ, মাহতাব আলী, মাওলানা আব্দুল জলিল, জিতু মিয়া, দুদু মিয়া, মুস্তাকিন আহমদ, সোনা মিয়া সিদ্দিকী, রুহুল আমিন গাজী এবং সদস্যদের মধ্য থেকে বক্তব্য রাখেন সায়মন আজাদ তালুকদার, জসিম উদ্দিন, শফিকুল ইসলাম তালুকদার, জীবন রহমান, নজরুল ইসলাম, এমরান হোসেন মস্তাকিন, তাজুল ইসলাম তাজ, মিছবাহ উদ্দিন, ইকবাল হুসেন কয়েছ, সালাহ উদ্দিন, খোকন আহমদ ও আব্দুল আজাদ শুকুর প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ লুৎফর রহমান, হামদ পরিবেশন করেন আহমেদ সালাউদ্দিন।
অভিষেকে বিভিন্ন শ্রেণী ও পেশার কয়েকশ লোক উপস্থিত ছিলেন।
কাতারের দোহায় ভূকশিমইল সমাজ কল্যাণের অভিষেক সম্পন্ন
