ষ্টাফ রিপোর্টারঃ
এবছর মৌলভীবাজারে রোপা আমনের আবাদ হয়েছে ১লক্ষ ১শত ৫০ হেক্টর জমিতে। রোপা আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২লক্ষ ৭০হাজার ৪শত ৫ মেট্টিক টন চাল। তবে এ মৌসুমে ব্রি ধান-৪৯ সবচেয়ে বেশি চাষ হয়েছে। এছাড়াও জেলার বিভিন্ন জায়গায় হাইব্রিড, ব্রি-৫৮, ব্রি-৫২ ধান চাষ হয়েছে।
এদিকে ঢাকাস্থ খামারবাড়ি ক্রপসিং উইং পরিচালক কৃষিবিদ আব্দুর রাজ্জাক, ক্রপসিং উইং এর অতিরিক্ত পরিচালক আলিমুজ্জামান মিয়া সোমবার বিকালে মৌলভীবাজার সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রোপা আমন (ব্রি ধান-৭৫) ধানের নমুনা শস্য কর্তন করেন। সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের আজমেরু এলাকায় কৃষক সৈয়দ হুমায়েদ আলী শাহিন ও সৈয়দ উমেদ আলীর ফসলের মাঠে এ নমুনা শস্য কর্তন করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ শাহজাহান, মৌলভীবাজার কৃসি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী লুৎফুল বারী, জেলা পরিসংখ্যান অফিসার নন্দিতা দেব, সদর উপজেলা কৃষি অফিসার সুব্রত কান্তি দত্ত, শ্রীমঙ্গল উপজেলা কৃষি অফিসার নিলুফার মোনালিসা সুইটি, নিরাপদ পান উৎপাদন প্রযুক্তি বিষয়ক কর্মসূচী প্রকল্প পরিচালক তরিকুল ইসলাম টুটুল।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিভি জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) মৌলভীবাজারের সভাপতি শাহ অলিদুর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভির স্টাফ করসপেন্ডেন্ট এস এম উমেদ আলী, প্রথম আলো নিজস্ব প্রতিনিধি আকমল হোসেন নিপু, মাছরাঙ্গা টেলিভিশন প্রতিনিধি তমাল ফেরদৌস দুলাল, ইটিভির জেলা প্রতিনিধি বিকুল চক্রবর্তী, বিটিভি জেলা প্রতিনিধি হাসনাত কামাল, মানবজমিনের স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ-দীন, দৈনিক আমার সংবাদের মাহবুবুর রহমান রাহেল, বাংলা ট্রিভিউনের সাইফুল ইসলাম, দৈনিক যুগান্তরের হোসাইন আহমদ, এনটিভির ক্যামেরা পার্সন মনজু বিজয় চৌধুরী ও দৈনিক জাগরণের আশরাফ আলী।
ঢাকাস্থ খামারবাড়ি ক্রপসিং উইং পরিচালক কৃষিবিদ আব্দুর রাজ্জাক জানান, কম সময়ে অধিক ফলন হয় এমন জাতের ধান জমিতে লাগানোর পরামর্শ দেয়া হচ্ছে। এ ধরনের জাতের মধ্যে রয়েছে ব্রি-৭৫ জাতের ধান। এ ধান ১১৫ দিনে ফসল কাটার জন্য উপযোগী হয়ে যায়। ব্রি-৭৫ জাতের চাল সরু থাকায় খেতে অধিকাংশ মানুষ পছন্দ করেন। এর চাল মানসম্পন্ন হওয়ায় বিদেশে রপ্তানি করা সম্ভব। হেক্টর প্রতি এ ধানের উৎপাদন সাড়ে ৫ মেট্রিক টন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মৌলভীবাজারের উপ-পরিচালক কাজী লুৎফুল বারী বলেন, আশা করা যায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি চাল উৎপাদন হবে।