সরওয়ার আহমদঃ জঙ্গঁলের ক্ষ্যাপা বন বিড়াল লোকালয়ের ফাঁদে ধরা পড়েছে। গত রোববার রাতে মৌলভীবাজার সদর উপজেলার উলুয়াইল গ্রামের কাচা মিয়ার বাড়ীতে ধৃত এ বন বিড়ালটি বিরল প্রজাতির বলে উল্লেখ করেছেন বন বিভাগের কর্মকর্তারা। জানাগেছে, কাঁচা মিয়ার একটি মোরগ খামার থেকে প্রতি রাতে ৩/৪টি মোরগ ধরে নিয়ে যেতো অদেখা এই জন্তু। সর্ব শেষে এক রাতে ৫০টি কোয়েল পাখী গায়েব হবার পর খামার মালিক কাঁচা মিয়া একটি লোহার ফাঁদ তৈরী করে ফাঁদের খাচায় ২টি হাঁস রেখে নির্ঘুম রজনী যাপন করেন সঙ্গীসাথী নিয়ে। সোমবার ভোর রাতে বড় আকৃতির বন বিড়ালটি হাঁস ধরতে এসে খাঁচায় আটকা পড়ে। গ্রামের লোকজন এটিকে মেছো বাঘ মনে করে মৌলভীবাজারস্থ বনবিভাগকে বাঘটি নিয়ে যাবার জন্য খবর দেন। গত কাল ওয়াইল্ড লাইফের দু’জন কর্মকর্তা সরজমিন এসে ধৃত জন্তুটিকে বন বিড়াল হিসেবে শনাক্ত করেন। পরীক্ষা নিরিক্ষা শেষে জঙ্গঁলের পশুকে জঙ্গঁলেই অবমুক্ত করার জন্য বন বিড়ালটিকে নিয়ে যাওয়া হয়েছে।
Post Views:
0