আদালত প্রতিবেদকঃ
নাশকতার অভিযোগে দায়ের হওয়া মামলায় সিলেট সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি খায়রুল ইসলামকে ৭ বছরের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৫ আরো মাসের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। আজ দুপুরে আসামীর অনুপস্থিতিতে মৌলভীবাজার জেলা জজ আদালত ২০১৪ সালে দায়ের হওয়া আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। এসময় মামলার বাদী,বাদী পক্ষের আইনজীবি,বাদী পক্ষের অন্যতম স্বাক্ষী এম.এ মুমিত আসুক,ছাত্রলীগের সাবেক সেক্রেটারি জাকির হোসেন এবং বিবাদী পক্ষের আইনজীবি এডভোকেট মোঃমাহতাব হোসেন আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্র মতে, ২০১৪ সালের ১৯ মার্চ সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন ২০১৩ আওতায় খায়রুল ইসলামের নামে জুড়ী থানায় মামলা দায়ের করেছিলেন ছাত্রলীগ নেতা সাজুজ্জামান সুমন। সেসময় খায়রুল সিলেট সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি ছিলেন। ১৯ মার্চ থেকে ১০ আগষ্ট ২০১৪ পর্যন্ত খায়রুল কারাগারে বন্দী ছিলেন। জামিনে মুক্ত হওয়ার পর তিনি ২০১৯ এর আগষ্ট পর্যন্ত নিয়মিত জামিনের শর্ত রক্ষা করেছিলেন। এর পর থেকে তিনি পলাতক।
স্থানীয় সূত্র মতে, দন্ডপ্রাপ্ত খায়রুল ইসলাম জুড়ী উপজেলা বিএনপির সাবেক নেতা,পশ্চিম শিলুয়া গ্রামের মৃত নজীর উদ্দিনের ছেলে। তিনি আমেরিকা প্রবাসী আওয়ামীলীগ নেতা আশফাক আহমদ টুটুল হত্যা মামলারও প্রধান আসামী। সে বর্তমানে পলাতক। আদালত ছাত্রদলের সাবেক এ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেছেন।
Post Views:
0