স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের রাজনগর উপজেলার বাঙ্গালিয়া গ্রামের আনিছুর রহমান ৫ সেপ্টেম্বর উপজেলার মুন্সিবাজারস্থ খলাগাঁও গ্রামে মৃত্যুবরণ করেন। মৃত্যুর খবর পেয়ে স্বজনরা আনিছুর রহমানকে দেখতে যান এবং লাশ উপজেলার বাঙ্গালিয়া গ্রামের বাড়িতে নিয়ে আসেন। মৃত আনিছুর রহমান এর ভাতিজা মোঃ আবুল কালাম আজাদও চাচার মৃত্যুর খবর শুনে মুন্সিবাজারস্থ উনার বাড়িতে যান। চাচার মৃত্যুর খবর শুনে আজাদ মানুষিকভাবে ভেঁঙ্গে পড়েন এবং চাচার দাপন-কাপন নিয়ে ব্যস্থ ছিলেন। এই সুযোগে পূর্ব শত্রুতার জেরে মোঃ আবুল কালাম আজাদ এর প্রতিবেশী সেলিম আহমদ উনার বাড়ির দক্ষিণ অংশে সীমানা প্রাচীরের বাহিরে মোঃ আবুল কালাম আজাদ এর জায়গা দখলে নিতে তার সহযোগীদের নিয়ে নামেন। ভোক্তভোগীদের অভিযোগ, এসময় সেলিম আহমদ ১০টি মাঝারি ও ১৫টি ছোট সাইজের গাছ কাটেন।
এঘটনায় মোঃ আবুল কালাম আজাদ বাদী হয়ে মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (মামলা নং ২৩৬/১৯) এবং তার পিতা মোঃ আব্দুল খালিক মাষ্টার বাদীয় হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে (মামলা নং ২০১/১৯) পৃথক পৃথক দুইটি মামলা দায়ের করেন। মোঃ আব্দুল খালিক মাষ্টার এর দায়ের করা মামলায় আদালতের নির্দেশে রাজনগর থানা গত ১৯ সেপ্টেম্বর ১৪৪ ধারা জারি করে। যা এখনও বৃদ্ধমান আছে। বাদী পক্ষের অভিযোগ, ১৪ অক্টোবর ভোর সাড়ে ৬টায় সেলিম আহমদ তার সহযোগীদের নিয়ে আদালতে ১৪৪ ধারা ভঙ্গ করে ফের জায়গায় দখলের চেষ্টা করেন। এ ঘটনায় মোঃ আব্দুল খালিক মাষ্টার সোমবার রাজনগর থানায় আরেকটি একটি অভিযোগ দায়ের করেন। এদিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মোঃ আবুল কালাম আজাদ এর দায়ের করা মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয় মৌলভীবাজার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে।
এবিষয়ে অভিযুক্ত সেলিম আহমদ বলেন, লুকোচুরি করে তাদের নামে দলীল করায় ১০ বছর যাবত নামজারী করতে পারেনি। সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ এনে আমার উপর একাধিক মামলা দেয়া হয়েছে। এই রাস্তাটি ৪’শ বছরের পুরাতন। কিন্তু অভিযোগকারীরা এটা দখলে নেয়ার পায়তারা করছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা মৃত্যুঞ্জয় সরকার বলেন, আদালতে নির্দেশে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সরেজমিন তদন্ত করে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
মৌলভীবাজার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন এর উপ-পুলিশ পরিদর্শক মোঃ হাবিব উল্লাহ সরকারও তদন্ত প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করেন।
রাজনগরে গাছ কেটে জায়গা দখলের অভিযোগ
