স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারে জাতীয় স্যানিটেনশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে স্যানিটেশন মেলায় মিলিত হয়।
জেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সোহরাব উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ রোকন উদ্দিন প্রমুখ।
এ সময় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সামনে হাত ধোয়ার নিয়ম প্রদর্শন করা হয়। পরে একদিনের স্যানিটেশন মেলার উদ্বোধন করা হয়।
মৌলভীবাজারে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
