স্টাফ রিপোর্টারঃ দু’দকের ছদ্মবেশী একটি দল গতকাল মৌলভীবাজার জেলা কারাগার পরিদর্শনে এসে বিভিন্ন অনিয়ম সরজমিন প্রত্যক্ষ করেছে। হাজতী এবং কয়েদী দর্শনের ক্ষেত্রে পাঁচশত টাকা সেলামী গ্রহণ করার প্রতিষ্ঠিত রেওয়াজের প্রমাণ মিলেছে। দু’দকের একজন কর্মকর্তা পরিচয় গোপন রেখে জনৈক কয়েদীর সাথে সাক্ষাতের বায়না ধরলে তার নিকট থেকে পাঁচশত টাকা গ্রহণ করা হয়। এছাড়া বিভিন্ন কয়েদী ও হাজতী জেলাভ্যন্তরে নি¤œমানের খাবার পরিবেশন করা হয় বলে জানিয়েছেন। প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে দু’দকের হবিগঞ্জ সমন্বিত কার্যালয় থেকে গতকাল উপপরিচালক আব্দুল মালেক এবং অপর সহযোগী সরজমিনে এসে জেলা কারাগার পরিদর্শন করেন। জেল সুপার দু’দক কর্তৃক কারাগার পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করলেও হাতে নাতে ঘোষ প্রদানের বিষয়টি এড়িয়ে যান।
Post Views:
0