স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাও ইউপি চেয়ারম্যান শামসূন নূর আহমদ আজাদ এর বিরুদ্ধে ডিজিটাল জন্ম সনদ প্রদানে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এবিষয়ে ভোক্তভুগী মোঃ কামরুজ্জামান (হাম্মাদ) বৃহস্পতিবার রাজনগর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, অভিযোগকারী তার বোন মোছাঃ ফারহানা জান্নাতের হাতের লিখা জন্ম সনদ (সনদ নং ০৫৯৫০) এর পরিবর্তে জরুরি প্রয়োজনে কম্পিউটারকৃত ডিজিটাল জন্ম সনদ আনতে চেয়ারম্যানের কার্যালয়ে যান। এসময় পুরাতন জন্ম সনদ প্রদর্শন করে কম্পিউটারকৃত ডিজিটাল জন্ম সনদ চাইলে চেয়ারম্যান ৫ হাজার টাকা দাবি করেন। এমতাবস্থায় অভিযোগকারী ৫ হাজার টাকা দিলে রশিদ দেয়া হবে কিনা জানতে চাইলে চেয়ারম্যান বিভিন্ন অজুহাত দেখিয়ে রশিদ দিতে অস্বীকৃতি জানান।
এবিষয়ে ইউপি চেয়ারম্যান শামসূন নূর আহমদ আজাদ চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করে বলেন, অনলাইন জন্ম সনদ করতে হলে সার্টিফিকেটের ফটোকপি দিতে হয়। কিন্তু আবেদনকারী এটা দিতে পারেননি। যার কারনে অনলাইন জন্ম সনদ দেয়া সম্ভব হয়নি। একারনে অভিযোগকারী আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন।
Post Views:
0