স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের রাজনগর উপজেলার পার্শ্বিপাড়া গ্রামে পানিতে ডুবে মানছুরা খানম নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত্যু মানছুরা উপজেলার সদর ইউনিয়নের পার্শ্বিপাড়া গ্রামের মাসুদ খানের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মানছুরা পরিবারের সদস্যদের সাথে ঘরে ছিল। এসময় অন্যান্যরা বিভিন্ন কাজে ব্যস্থ ছিলেন। তাদের অগোচরে মানছুরা বাড়ির পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা এদিক সেদিক অনেক খোঁজাখুজি করে মানছুরাকে পাননি। এক পর্যায়ে তারা পুকুরে গিয়ে মানছুরার বাসমান লাশ দেখতে পান।
এবিষয়ে রাজনগর থানার অফিসার ইনচার্জ আবুল হাসিম বলেন, এরকম সংবাদ শুনেছি। কিন্তু কেউ লিখিত অভিযোগ দেয়নি।
Post Views:
0