কলেজ প্রতিনিধি:
মৌলভীবাজার সরকারি কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত রাখা হয়। সকাল ৯ ঘটিকায় অধ্যক্ষ প্রফেসর ড. ফজলুল আলী ও বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের নিয়ে শোক র্যালি ও পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল ১১ ঘটিকায় শিক্ষক পরিষদ মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কীর্তির উপর আলোচনা করেন। বাদ জোহর কলেজ মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে ৭ ই আগস্ট ১১ ঘটিকায় মৌলভীবাজার সরকারি কলেজে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। উচ্চ মাধ্যমিক/ ডিগ্রী পাসের জন্য রচনার বিষয় ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ (৮০০শব্দ) এবং স্নাতক (সম্মান /স্নাতকোত্তর) শ্রেণির জন্য রচনার বিষয় :’বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান – জীবন ও কর্ম ‘(১০০০ শব্দ)। এসময় রচনা প্রতি যোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়।