বিবিশেষ প্রতিনিধিঃ
বঁঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় পদমর্যাদার আলোকে সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আ’লীগের যুগ্ন সম্পাদক মোঃ কামাল হোসেনকে অতিথি না করায় হট্টগোল সৃষ্টি হয়। বৃহস্পতিবার দুপুরে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে এই ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন এর সভাপতিত্বে আলোচনা সভার অয়োজন করা হয়। বন্যারে স্থানীয় সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য জহুরা আলাউদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ অজিজুর রহমান, পুলিশ সুপার ফারুক আহমদ, পৌর মেয়র ফজলুর রহমান ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমানের নাম উল্লেখ ছিল। কিন্তু ব্যানারে সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন এর নাম উল্লেখ করা হয়নি কিংবা তার নামও ঘোষণা করেননি অনুষ্ঠান পরিচালক। এসময় একজন লোক গিয়ে পরিচালককে মোঃ কামাল হোসেনের নাম ঘোষণার কথা বলার পর মাইকে ঘোষণা করা হয়। এতে ক্ষিপ্ত হন জেলা আওয়ামীমীলীগের যুগ্ম সম্পাদক মো. কামাল হোসেন। জেলা প্রশাসকের কাছে ব্যানারে তার নাম না রাখার কারণও জানতে চান।
এসময় তার বলয়ের কর্মীরা অনুষ্ঠানে হট্টগোল সৃষ্টি করে। এমতাবস্থায় বর্ষিয়ান রাজনীতিবীদ ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমানের হস্তেক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এক পর্যায়ে স্বাগত বক্তব্য দিয়ে অনুষ্টানস্থল ত্যাগ করেন মোঃ কামাল হোসেন।
এবিষয়ে জানতে জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন এর ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল দিলে তিনি রিসিভ করেননি।
মৌলভীবাজারে শোক দিবসের অনুষ্ঠানে হট্টগোল
