রাজনগর প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মৌলভীবাজারের রাজনগর উপজেলার তারাপাশা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে বৃহস্পতিবার বিকালে এক আলোচনা সভা, পুরুষ্কার বিতরণ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
কলেজ গভর্ণিং বডি’র সভাপতি ও অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ জিল¬ুর রহমান এর সভাপতিত্বে ও অধ্যক্ষ আব্দুর রহিম খান ও এডভোকেট পার্থ সারথী পাল এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন, জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদ, সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল ইসলাম চৌধুরী আমিন, সাধারণ সম্পাদক মাহবুব আলম, রাজনগর উপজেলা যুবলীগের সভাপতি ময়নুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির ফৌজি প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা করেন।
রাজনগরে আলোচনা সভা ও মিলাদ মাহফিল
