স্টাফ রিপোর্টারঃ ২দিন পরেই উদযাপিত হবে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে টুং টাং আওয়াজে ব্যস্ত সময় পার করছেন মৌলভীবাজারের কামাররা। সারা বছর কাজ সীমিত থাকলেও কোরবানির ঈদ আসলেই বেড়ে যায় তাদের কর্মব্যস্ততা। শহরের ঘুরে দেখা যায়, সকাল থেকে রাত পর্যন্ত একটানা কজ করে যাচ্ছেন কামাররা।
পৌর শহরের পুরাতন হাসপাতাল রোড ও বেরীরপার পয়েন্টে অবস্থিত কামারপাড়ায় দা-ছুরি বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, চাকু প্রতি পিছ ৫০/৮০, দা ৪০০/৫০০, চাপাতি ৩০০/৪০০ ও বটি ২০০-/২৫০ টাকা করে বিক্রি করছেন। পুরনো যন্ত্রপাতি শান দিতে ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।
কারিগর কমলাকান্ত দেব বলেন, স্বাভাবিকভাবে এ ঈদ এলে আমাদের কাজের ব্যস্ততা বেড়ে যায়। সকাল ৯ টা থেকে রাত ১২ টা, ১ টা পর্যন্ত একটানা কাজ করতে হয়। ক্রেতাদেরও কমতি নেই। একটু বেশি আয়ের উদ্দেশ্যে দিন-রাত পরিশ্রম করতে হয় আমাদের।
শহরের দা-ছুরি দোকানের কর্মচারি বরন সরকার বলেন, ঈদ আইছে তাই অনেক ব্যস্ত। আমরা কিভাবে পরিবার নিয়ে চলি। মাজনের সারাদিনে পাঁচশত টাকা রুজি হলে আমাদেরক কত টাকাই দিবেন!
কোরবানীর মাংস কাটার জন্য দা কিনতে আসা বশির মিয়া বলেন, দা কেনার জন্য আগে সময় করতে পারিনি। তাই ভালো দেখে একটা দাকা কিনতে এলাম। অন্য সময়ের তুলনায় ঐসবের দাম একটু বেশি রাখছে কামাররা।