স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার সরকারি কলেজের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে কলেজ অডিটোরিয়ামে মৌলভীবাজার সরকারি কলেজ হতে ২০১৯ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৩৭ জন কৃতী শিক্ষার্থী এবং একাদশ শ্রেণি বার্ষিক পরীক্ষায় বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার মেধা তালিকায় ১ম হতে ১০ম স্থান অর্জনকারী ৩০ জন শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ফজলুল আলী সভাপতিত্বে ও মির্জা মোহাম্মদ আহসান উল্লাহ’র পরিচালনায় বক্তব্য রাখেন, শিক্ষক পরিষদের সম্পাদক দেবাশীষ দেবনাথ, প্রফেসর নাজমীন ইসলাম চৌধুরী, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ জাকির হোসেন, প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ সেলিম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম ও জিয়াউর রহমান প্রমুখ।
মৌলভীবাজার সরকারি কলেজে শিক্ষার্থীদের সংবর্ধনা
