ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারে পুলিশ এসল্ট মামলায় বুধবার দুপুরে ৬ বিএনপি নেতাকে কারাগারে পাঠিয়েছে মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
জানা গেছে, ২০১৮ সালের ৫ই ফেব্রুয়ারী তারিখে সিলেটে মাজার জিয়ারতের গমন প্রাক্কালে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া শেরপুর পৌছালে তাকে স্বাগত জানানোর জন্য সদর উপজেলার শেরপুর গোলচত্ত্বরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সমবেত হয় এবং প্রচার মিছিল করে। এসময় পুলিশের সাথে তাদের মুখোমুখি ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। এই ঘটনায় মৌলভীবাজার মডেল থানার পুলিশ বাদী হয়ে ৩৯ জনকে আসামী করে একটি পুলিশ এসল্ট মামলা দায়ের করা হয়েছিল। এই মামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ৬ নেতাকর্মী বুধবার মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত জামিন চাইলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠায়।
গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার খলিলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হুসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আব্দুল আহাদ, আবু বক্কর তালুকদার, জিয়া মঞ্চের জেলা আহ্বায়ক মুনাহিম কবির, ছাত্রদল নেতা শেখ সাহেদ আহমদ ও এমদাদ হুসেন।
মৌলভীবাজারে পুলিশ এসল্ট মামলায় ৬ বিএনপি নেতা কারাগারে
