ষ্টাফ রিপোর্টারঃ
মেধার উৎকর্ষতা প্রতিভা বিকাশ ও আত্মপ্রত্যয়ী মানুষ সৃষ্টির লক্ষ্যে মৌলভীবাজারে মেধাবী পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী বুধবার দুপুরে পৌর জনমিল কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
মেধাবীর পরিচালক এম এ সামাদের সভাপতিত্বে এবং সদস্য সচিব তাকবির হোসাইনের পরিচালনায় বক্তব্য রাখেন, মহিলা সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ফজলুল আলী, সংগঠনের উপদেষ্টা লেখক ও গবেষক মোহাম্মদ আবু তাহের, ডাঃ দ্বীনেশ সুত্রধর, জেলা সাংবাদিক ফোরামের সভাপতি বকসি ইকবাল আহমেদ, রোটারিয়ান ও উপদেষ্টা এ.এইচ.এম. শাহাব উদ্দিন আহমেদ ও আমেরিকা প্রবাসী কমিউনিটি লিডার মনজুর চৌধুরী জগলুল প্রমুখ।
পুরস্কার প্রাপ্ত ১২০ জন শিক্ষর্থীদের মধ্যে পুরুষ্কার বিতরণ করা হয়।
মৌলভীবাজারে মেধাবৃত্তির ফলাফল ও পুরস্কার বিতরণ
