স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারে রোহিঙ্গা নাগরিক সন্দেহে এক অজ্ঞাত পরিচয়ের যুবককে আটক করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ। সোমাবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার গিয়াসনগর এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গিয়াসনগর গ্রামের এলাকাবাসী ওই যুবকে দেখতে পান এবং জিজ্ঞাসা বাদ করেন। পরে সন্দেহবাজন হওয়ায় পুলিশকে খবর দেন। মৌলভীবাজার মডেল থানার পুলিশ খবর পেয়ে ওই যুবককে আটক করে।
মৌলভীবাজার মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমরা আটককৃত সন্দেহবাজন রোহিঙ্গা যুবককে জিজ্ঞাসাবাদ করছি। সে আমাদের ভাষা বুঝতে পারছে না। তাই বর্তমানে তার পরিচয় ও কিভাবে এসেছে তা সনাক্ত করতে পারছি না”।
Post Views:
0