স্টাফ রিপোর্টারঃ সারাদেশে নারী ও শিশু নির্যাতন এবং মৌলভীবাজার মহিলা কলেজ শিক্ষার্থী সুমাইয়া আক্তারের উপর হামলার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার কোর্ট এলাকায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন করা হয়।
উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মীর ইউসুফ আলীর সভাপতিত্বে ও ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি সুবিনয় রায় শুভ’র পরিচালনায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সমন্বয়ক রেহনুমা রুবাইয়াৎ, ছাত্রফ্রন্ট সরকারি কলেজ শাখার সভাপতি বিশ্বজিৎ নন্দি, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সহ-সভাপতি সুমন কান্তি দাশ, সাধারণ সম্পাদক পিনাক দেব, ক্রীড়া বিষয়ক সম্পাদক ফাহিম চৌধুরী, মহিলা কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী রাবেয়া আক্তার বৃষ্টি ও সরকারি কলেজ একাদশ শ্রেণীর শিক্ষার্থী ফারজানা আক্তার প্রমুখ।
এছাড়াও সুমাইয়া আক্তারের বাবা মোঃ লুৎফুর রহমান এবং চাচা মোঃ হাবিবুর রহমানও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মহিলা কলেজের শিক্ষার্থী সুমাইয়া আক্তারের উপর হামলাকারী সালামকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি তুলেন। অন্যতায় তারা আরও কঠোর আন্দোলনের হুশিয়ারী উচ্চারণ করেন।
কলেজ ছাত্রী’র উপর হামলার প্রতিবাদে মৌলভীবাজারে শিক্ষার্থীদের মানববন্ধন
