স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার সদর উপজেলার কালেঙ্গা রোডের বনবিভাগ অফিসের সামনে গত ২ মাস ধরে জালালাবাদ গ্যাস টি এন্ড ডি সিস্টেমের গ্যাস লাইন ছিদ্র হয়ে গ্যাস বের হচ্ছে। কিন্তু এটা জানা নেই কর্তৃপক্ষের। এঘটনায় এ রোডে চলাচলকারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতংক বিরাজ করছে। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। এই রোড দিয়ে চলাচলকারী ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, প্রথমে রাস্তার এক পাশে সামান্য গ্যাস বের হলেও প্রতিনিয়ত এর পরিমাণ বাড়ছে। বর্তমানে পুরো রাস্তা জুড়ে গ্যাস বের হচ্ছে। এই রোড দিয়ে চলাচলকারী ফারুক মিয়া নামের এক ব্যক্তি বলেন, ২ মাস আগে লিকেজ হয়ে সামান্য গ্যাস যেতে দেখি। যত দিন যাচ্ছে গ্যাস বের হওয়ার পরিমাণ বাড়ছে। দেখা যায় রাস্তার উভয় পাশ মিলে প্রায় ১২/১৪ ফুট জায়গা জুড়ে গ্যাস বের হচ্ছে। এদিকে মৌলভীবাজার-শমসেরনগর আঞ্চলিক মহাসড়ক ভাঁঙ্গা থাকায় কালেঙ্গ রোড দিয়েই কমলগঞ্জ উপজেলার অধিকাংশ লোক চলাফেরা করেন। প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে মানুষের যাতায়াত বাড়ছে। কয়েক শত সিএনজি চালিত অটোরিক্সাও ওই রোড দিয়ে চলাচল করে। যার কারণে যে কোনো সময় কোনো দূর্ঘটনা ঘটলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। এবিষয়ে জালালাবাদ গ্যাস টি এন্ড ডি সিস্টেমের ডিজিএম মুজিবুর রহমান বলেন, “বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিচ্ছি।
Post Views:
0