স্টাফ রিপোর্টারঃ কারো আগন মাস এবং অনেকের সর্বনাশ প্রক্রিয়া চলছে মনু নদীর বালু উত্তোলন নিয়ে। একটি কায়েমীচক্র গত ২ বছর যাবত মনু নদীর বিভিন্ন এলাকা থেকে বৈধ এবং অবৈধ ভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে শেরপুরস্থ ইপিজেড এলাকায় সরবরাহ করে নিজেদের পকেট ভারি করছে। অন্য দিকে বেপরোয়া ভাবে বালু উত্তোলনের ফলে তার প্রভাব পড়েছে নদীর তীরবর্তী গ্রাম গুলোর উপর। নদী থেকে বেপরোয়া বালু উত্তোলনের প্রতিশোধ হিসেবে সদর উপজেলার চাঁনপুর, শেওয়াইজুড়ি, সুমারাই এবং আমুয়া গ্রামে শুরু হয়েছে নদী ভাঙ্গন। অব্যাহত নদী ভাঙ্গনের ফলে সংশ্লিষ্ট গ্রাম গুলোর উল্লেখযোগ্য পরিমান মানুষ ভিটেহীন হয়ে পড়েছেন। ভাঙ্গনের মুখে আতংকিত অবস্থায় রয়েছেন আরো অনেক পরিবার। গতকাল (২১ জুলাই ২০১৯) নদী ভাঙ্গন এলাকার কয়েকশত মানুষ মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে একটি মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধন শেষে নদী বালু লুট বন্ধ করা এবং ভাঙ্গন এলাকার মেরামত সহ ভিটেহীনদের পুনর্বাসনের জন্য জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেছেন।
মনু নদীর বালু লুট ও ভাঙ্গণ রোধের জন্য স্মারকলিপি
