কুলাউড়া প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের বাদে ভুকশিমইল গ্রামে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলায় সাজাপ্রাপ্ত আসামী নাজমুল ইসলামকে গ্রেফতার করতে তার বাড়িতে অভিযান চালিয়েছে কুলাউড়া থানা পুলিশ। কিন্তু নাজমুল ইসলাম আত্মগোপনে থাকায় পুলিশ এ রিপোর্ট লেখা পর্যন্ত থাকে গ্রেফতার করতে পারেনি। নাজমুল ইসলাম বাদে ভুকশিমইল গ্রামের জহির আলীর ছেলে।
জানা যায়, গত ০৪-০৬-২০১৯ইং তারিখে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সফিকুল ইসলাম নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার ১নং আসামী নাজমুল ইসলাম ও ২নং আসামী ব্রাক্ষণবাজার গ্রামের মহব উল্লা’র ছেলে মইন উদ্দিনকে ৭ বছরের সশ্রম কারাদন্ড ও কলিম উল্যা, রুবেল মিয়া ও মনির উদ্দিনকে বিনাশ্রম কারাদন্ড দেন।
পুলিশ জানায়, ২০১৬ সালের ১৫ মার্চ রাত সাড়ে ১২টায় মামলার সাজাপ্রাপ্ত আসামীরা মামলার বাদী শামীম আহমদ এর ঘরে ঢোকে শামীম আহমদ এর বোন নাসিমা বেগমের মুখে চাপ দিয়ে আসামীরা তাকে অপহরণ করে নিয়ে যায়। নাসিমার হাল্লা চিৎকার শুনে মামলার বাদী এগিয়ে আসলে আসামীরা দেশিও অস্ত্র দিয়ে খুনের ভয় দেখিয়ে নাসিমাকে নিয়ে পালিয়ে যায়। এসময় বাদীর চিৎকার শুনে প্রতিবেশিরা এসে তাদের উদ্ধার করে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান বলেন, রায় হওয়ার পর থেকে একাধিকবার সাজাপ্রাপ্ত আসামীর বাড়িতে অভিযান চালিয়েও থাকে গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। নাজমুলের সন্ধ্যানের জন্য আমাদের সোর্স তৎপর রয়েছে।
Post Views:
0