স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার সকালে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পৌরসভার পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে অতিথিরা জেলা প্রশাসকের কার্যালয় এক আলোচনা সভায় মিলিত হয়।
র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আশরাফুল আলম খান, পৌর মেয়র মো. ফজলুর রহমান ও জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক প্রমুখ।
মৌলভীবাজারে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
