স্টাফ রিপোর্টারঃ রাষ্ট্রীয় কোষাগার থেকে কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতন-ভাতা প্রদানসহ পেনশন চালু এবং জনপ্রতিনিধিদের সম্মানীভাতার দাবিতে ১৫ জুলাই থেকে ঢাকা জাতীয় প্রেসক্লাবে অবস্থান কর্মসূচি পালন করছেন মৌলভীবাজার পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিএপিএস) নেতাকর্মীরা। ১৫ জুলাই থেকে পৌরসভার সকল সেবা বন্ধ রয়েছে। যার ফলে চরম ভোগান্তিতে পড়েছেন মৌলভীবাজারের পৌর নাগরিক বৃন্দ। বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার পৌরসভায় গেলে দেখা যায় প্রতিটি দরজায় তালা ঝুলছে। কিন্তু নানা কাজের জন্য পৌর নাগরিকরা এসে ফেরত যাচ্ছেন।
খোঁজ নিয়ে জানা যায়, পৌর কর্মকর্তা কর্মচারীরা ঢাকায় আন্দোলনে থাকায় পৌর শহরের কলিমাবাদসহ একাধিক স্থানে গত ২ দিন ধরে পানি পাওয়া যাচ্ছে না এবং ট্রেডলাইসেন্স, জন্ম সদন, নাগরিক সনদপত্র, কর প্রদান, বাসা বাড়ি নির্মাণের অনুমোধন সহ বিভিন্ন কাজের জন্য পৌর নাগরিকরা এসে ফেরত যাচ্ছেন।
পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী আব্দুল মুমিন বলেন, দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর ঘোষণা না আসা পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। দাবি আদায় করে ঘরে ফিরব।
ভোগান্তিতে মৌলভীবাজার পৌরবাসী
