স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে বুধবার সকালে জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জেলা মৎস্য অফিসের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়। জেল মৎস্য কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন জাহিরুননবী, শেখ মোঃ মাসুদ রানা, আবু ইউসুফ ও মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছালেহ এলাহী কুটি প্রমুখ।
জেলা মৎস্য অফিস জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে ৭দিন ব্যাপি নানা কর্মসূচি গ্রহণ করে। মতবিনিময় সভায় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এদিকে রাজনগর উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফণী ভূষণ দেব, উপজেলা সমবায় কর্মকর্তা মো. ছদরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আউয়াল কালাম বেগ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল ও সিনিয়র সদস্য শংকর দুলাল দেব প্রমুখ। রাজনগর উপজেলাও সপ্তাহ ব্যাপি নানা কর্মসূচি গ্রহণ করে।
Post Views:
0