স্টাফ রিপোর্টারঃ ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের (ডিআই) তরুণ রাজনৈতিক বিকাশে ফেলোশিপ কর্মসূচির আওতায় গ্রাজুয়েশন অর্জন করেছেন মৌলভীবাজার সদর উপজেলা যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক তরুন নেতা এ এম জোবায়ের খান।
র্দীঘ চার মাস প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার ঢাকার বারীধারার এসকট হোটেলে তার হাতে সার্টিফিকে তুলে দেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চেয়ারম্যান কেটি ক্রক, তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি ও সংস্থার ডিরেক্টর রন্দল বি. ওলসন ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান প্রমুখ।
এছাড়াও তরুন এই নেতা রেড ক্রিসেন্ট সোসাইটি, শিশু স্বাস্থ্য কল্যাণ সংস্থা, চেম্বার অব কমার্স, দোকান মালিক সমিতি ও ব্যবসায়ী সমিতির সাথে সম্পৃক্ত। যুবলীগে যোগদানের আগে তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।
মৌলভীবাজারে যুবলীগ নেতার তরুণ রাজনৈতিক বিকাশে ফেলোশিপ অ্যাওয়ার্ড অর্জন
