স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের রাজনগর উপজেলার পঞ্চনান্ধপুর গ্রামের পশ্চিম পঞ্চনান্ধপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশে বৃহস্পতিবার সন্ধ্যায় বজ্রপাতে বিমল দাস নামে একজনের মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, উপজেলার তারাপাশা বাজার থেকে রথযাত্রা উৎসব শেষে করে বিমল দাস বাড়ি ফির ছিলেন। পঞ্চনান্ধপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশে পৌঁছার পরই বজ্রপাত তার শরীরে পড়ে। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
রাজনগর উপজেলার পঞ্চনান্ধপুর গ্রামের বাসিন্দা সমাজকর্মী আবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Post Views:
0