স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব কার্যকরী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার বিকালে শহরের চৌমুহনাস্থ দিল্লী রেষ্টুরেন্টের হলরুমে পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিনা প্রতিদ্ধন্ধিতায় আগামী ২ বছরের জন্য ২৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘঁন করা হয়। নির্বাচনে জিতু তালুকদার সভাপতি ও হারুনুর রশিদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের আহবায়ক কমিটির উদ্যোগে সংগঠনের পৃষ্ঠপোষক উপদেষ্টা ছালেহ আহমদ সেলিমের সভাপতিত্বে ও সংগঠনের আহবায়ক সদস্য বেলাল তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত পরিচিতি ও সাধারণ সভায় উপস্থিত ছিলেন দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকসি ইকবাল আহমদ, সংগঠনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা সাংবাদিক শ. ই. সরকার জবলু, এডভোকেট হাফিজ আব্দুল আলীম, সদস্য উপদেষ্টা সাংবাদিক ইসমাইল মাহমুদ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ তাজুদুর রহমান, সহ-সভাপতি আবুজার রহমান বাবলা ও শামছুল ইসলাম, যুগ্ন সম্পাদক সোহেল রানা সুমন, সহ-সাধারণ সম্পাদক আলতাফ হোসেন ও ইশরাত জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন রহমান বাপ্পী, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মঈনুদ্দিন, অর্থ সম্পাদক মোঃ রোমান আহমদ, দপ্তর সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী সুমন, সহ-দপ্তর সম্পাদক মোছাঃ হেপী বেগম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমদুল কবির জাবের, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নাজমুল বারী সোহেল, সমাজকল্যাণ সম্পাদক আব্দুস শুকুর, আইন বিষয়ক সম্পাদক জীবন রহমান, সহ-আইন বিষয়ক সম্পাদক এনামুল আলম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক চৌধুরী মোঃ মেরাজ, ক্রীড়া ও সংংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ এহছানুল হক, নির্বাহী সদস্য বেলাল তালুকদার, সৈয়দ আবুজাফর সালাউদ্দিন, মোনায়েম খান, রাকেল আনসারী, রাজন আবেদীন রাজু ও শিরিন আক্তার।
নির্বাচন পরিচালনা করেন প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা শ. ই. সরকার জবলু, পৃষ্ঠপোষক উপদেষ্টা ছালেহ আহমদ সেলিম, উপদেষ্টা ইসমাইল মাহমুদ, এডভোকেট হাফিজ আব্দুল আলীম ও সাজিদুর রহমান সাজু।