স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের রাজনগর উপজেলা পরিষদের ২০১৯-২০২০ অর্থ বছরের ৩ কোটি ৪১ লাখ টাকার উন্মুক্ত বাজেট রোববার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে ঘোষণা করা হয়।
২০১৯-২০২০ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন উপজেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী আক্তার। এ বাজেটে রাজস্ব খাতে মোট ১ কোটি ৫১ লক্ষ ও উন্নয়ন খাতে ১ কোটি ৯০ লক্ষ টাকা আয় ধরা হয়। রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬১ লক্ষ ৮৭ হাজার টাকা। রাজস্ব খাতে ঘাটতি ধরা হয়েছে ৯ লক্ষ ৮৭ হাজার টাকা। উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২০ লক্ষ টাকা। উন্নয়ন খাতে উদ্ধৃত্ত ৭০ লক্ষ টাকা।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান আলাল মিয়া, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর হোসাইন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাফর আল সাদেক, সমাজসেবা কর্মকর্তা সুমন দেবনাথ, রাজনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ ছালেক, টেংরা ইউনিয়নের চেয়ায়ম্যান টিপু খান, মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান ছালেক মিয়া ও ফতেপুর ইউনিয়ন চেয়ারম্যান নকুল চন্দ্র দাশ, প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল সহ-সরকারী-বেসরকারী বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
রাজনগর উপজেলা পরিষদের ৩ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা
