স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার জেলার কাগাবলা ইউনিয়নে ২০১৯ সালে এস এস সি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ইউনিয়নের প্রায় ১০০ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আর্ত মানবতার সেবায় গঠিত স্বেচ্ছা সেবামূল সংগঠন জনকল্যাণ সংস্থা-কাগাবলা। জনকল্যাণ সংস্থার সভাপতি রাবেল মিয়া ও সাধারণ সম্পাদক সাকিবুর রহমান মেরাজের পরিচালনায় ২৯ জুন শনিবার সকাল ১০:০০ ঘটিকায় ৪নং আপার কাগাবলা ইউনিয়নের হল রুমে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপত্বিত করেন ৪নং আপার কাগাবলা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আজির উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক সমাচারের সম্পাদক বিশিষ্ট ছড়াকার ও কলামিষ্ট জনাব আব্দাল মাহবুব কোরেশী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদুনাপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফয়ছল হোসেন, ও মিলনপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফয়ছল খাঁন।
অন্যানদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাবসায়ী ও অত্র সংগঠনের উপদেষ্টা কবির আহমদ, উপদেষ্টা ফরহাদ হোসাইন,কাগবলা ইউ.পি সচিব হৃষিকেশ সরকার, সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম ফজি, আইন বিষয়ক সম্পাদক জাকিরুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক আকমল হোসেন, অর্থ সম্পাদক আজমল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামীম আহমদ, দপ্তর সম্পাদক মনির আহমদ,আন্তর্জাতিক অর্থ বিষয়ক সম্পাদক এমদাদ হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নাকেশ চন্দ্র সরকার, মো: হৃদয় খাঁন, শামসুল ইসলাম, তোফায়েল মিয়া প্রমুখ।
এস এস সি ও দখিল উত্তীর্ণ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে জনকল্যাণ সংস্থা
