স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর এলাকায় শনিবার সন্ধ্যায় মোস্তফাপুর পাঞ্জেগানা মসজিদ ও মক্তবের পুননির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ উপস্থিত থেকে এ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
সৈয়দ নজমুল হোসেন এর সভাপতিত্বে ও সৈয়দ আখলাকুল আম্বিয়া রাবেল (বর্তমান মোতাওয়াল্লি) এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সুমন, সৈয়দ সেলিমুল হক, আলহাজ্ব জয়নাল হোসেন, ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ, নাজমুল হক, সৈয়দ শাহেদ আলী ও জয়নাল আবেদীন জয়নুল প্রমুখ।
স্থানীয়রা জানান, ১৯৬৫ সালে মসজিদের উদ্বোধন করেন সৈয়দ আখলাকুল আম্বিয়া রাবেল এর দাদা সৈয়দ মুহাম্মদ আফরোজ।