স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার আধুনিক চক্ষু হাসপাতালের উদ্বোধন উপলক্ষ্যে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত দু’শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। শুক্রবার দিনব্যাপি পৌর শহরের ওয়াপদা রোডের বনশ্রী এলাকায় এ সেবা প্রদান করা হয়।
হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবদুস সোবহান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সিভিল সার্জন ডা. মো: শাহজাহান কবীর চৌধুরী, পৌর মেয়র মো: ফজলুর রহমান, বিএম মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ডা. শাব্বির হোসেন খান, চক্ষু বিশেষজ্ঞ ডা. নন্দন কুসুম দাস ও ডা. রাকিব রহমান প্রমুখ।
মৌলভীবাজারে দু’শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা
