স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রামেশ্বপুর গ্রামে সার্জন বাড়িতে শনিবার দুপুরে সিলেট এমএজি ওসামানী হাসপাতালের ডেপুটি ডিরেক্টর ও প্রাক্তন সিভিল সার্জন ডাঃ শফিক উদ্দিন আহমদ এর অর্থায়নে ফ্রি চশমা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, পতনউষার ইউপি চেয়ারম্যান তৌফিক আহমেদ বাবু, রফিক উদ্দিন আহমদ, আশিক উদ্দিন আহমদ ও ডাঃ বোরহান উদ্দিন স্বপন প্রমুখ। এছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ২৪ এপ্রিল সার্জন বাড়িতে চক্ষু শিবিরে বিনামুল্যে প্রায় তিন শতাধিক অসহায় রোগীদের চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয় এবং ছানি পড়া ২৪ জন রোগীকে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে ফ্রিঅপারেশন করা হয়।
কমলগঞ্জে ফ্রি চশমা বিতরণ
