স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারস্থ কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে মঙ্গলবার শহরের অভিজাত একটি রেষ্টুরেন্টে ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সংগঠনের আহ্বায়ক এডভোকেট বদরুল হোসেন ইকবাল এর সভাপতিত্বে ও যুগ্ন আহ্বায়ক এডভোকেট জাহাঙ্গীর আলম এর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান সিরাজ উদ্দিন আহমদ বাদশাহ, প্রাইমারী টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট এর প্রিন্সিপাল গোলাম কিবরিয়া চৌধুরী, খন্দকার আব্দুল আজিম, শিক্ষক বাবুল উদ্দিন খান, শিক্ষক শক্তিপদ পাল, ব্যবসায়ী মোক্তাদির হোসাইন, ইঞ্জিনিয়ার আব্দুল মুমিন, এডভোকেট তোফায়েল আহমদ ও জসিম উদ্দিন প্রমুখ। দোয়া পরিচালনা করেন মৌলভীবাজার টাউন সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সামছুল ইসলাম।
ইফতার মাহফিলে মৌলভীবাজারে বসবাসকারী কুলাউড়া উপজেলার বিভিন্ন শ্রেণী ও পেশার লোক উপস্থিত ছিলেন।