ষ্টাফ রিপোর্টারঃ
সংযুক্ত আরব আমিরাত’স্থ সোনার বাংলা জাতীয় ঐক্যপরিষদের উদ্যোগে গত ৫ দিন ধরে বাংলাদেশের বিভিন্ন এলাকায় হাফিজিয়া মাদ্রাসা, মসজিদ ও প্রতিষ্ঠানে ৩৮০টি কোরআন বিতরণ করা হয়।
এম. এম. আর. রনি তালুকদার সমন্বয়ে বাংলাদেশ প্রতিনিধি দল সরেজমিন প্রতিষ্ঠানে গিয়ে কোরআন গুলো বিতরণ করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনাইটেড অনলাইন এক্টিভিটিস ফোরামের সভাপতি ইমাদ উদ্দিন, সালাহ উদ্দিন, এম সাইফুল ইসলাম, জসিম উদ্দিন, শেখ নুরুল ইলসাম ও মুকিদ মিয়া প্রমুখ।
প্রবাস থেকে কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করেন সোনার বাংলা জাতীয় ঐক্য পরিষদের সভাপতি কবি ও সাহিত্যক এম, এস ইসলাম শিমুল, সাধারণ সম্পাদক শাহরিয়ার হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক সাবের আহমেদ, সাংগঠনিক সম্পাদক ছালেহ উদ্দীন, অর্থ সম্পাদক সবুজ উদ্দিন ও প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান প্রমুখ।
এছাড়াও কর্মসূচির সার্বিক খোজ খবর রাখেন সোনার বাংলা জাতীয় ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা খাছা উদ্দিন ও সিনিয়র উপদেষ্টা আতাউর রহমান আতা।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, দেশের সার্বিক উন্নয়নে তাদের সহযোগীতা সর্বদা অব্যাহত থাকবে।
সোনার বাংলা জাতীয় ঐক্য পরিষদের উদ্যোগে কোরআন বিতরণ
