স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বর্তমান প্রেসিডিয়াম সদস্য কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ ইন্তেকাল করেছেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তিনি ঢাকাস্থ ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
অত্যন্ত বিনয়ী, সদালাপী, সৎ, ভদ্র ও অমায়িক সৈয়দ আবু জাফর আহমেদ দীর্ঘদিন ধরে কিডনীর রোগে ভোগছিলেন। এর আগে তিনি ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তিনি মৌলভীবাজার থেকে প্রকাশিত সাপ্তাহিক মনুবার্তা পত্রিকার সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।
তাঁর মৃত্যুতে বাম রাজনীতিতে শোকের ছায়া নেমে এসেছে।
সিপিবি’র সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু জাফর আর নেই
