রাজনগর প্রতিনিধিঃ “মর্যাদা ও অধিকার, স্বাস্থ্য কেন্দ্রে প্রসূতি সেবায় অঙ্গীকার” প্রতিবাদ্য কে সামনে রেখে মৌলভীবাজারের রাজনগরে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে সীমান্তিক নতুনদিন রাজনগর কার্যালয়ে এসএমসি (ঝগঈ) ও ইউএসএআইডির (টঝঅওউ) সহযোগিতায় পরিচালিত সীমান্তিক নতুনদিনের আয়োজনে র্যালী ও আলোচনা সভা করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বর্ণালী দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী আক্তার। সীমান্তিক নতুনদিনের জেলা টিম লিডার মো. হুমায়ুন কবীরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসএমসি’র ডেপুটি ম্যানেজার এ কে এম ফজলে খোদা, সীমান্তিক নতুনদিন প্রজেক্ট ম্যানেজার মো. এমদাদ হোসেন, এসএমসির প্রোগ্রাম অফিসার মো. মনিরুজ্জামান, সীমান্তিক নতুনদিন প্রোগ্রাম অফিসার (মনিটরিং) মো. সাইদুল হক প্রমূখ। আলোচনা সভায় বক্তারা বলেন, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে হলে প্রতিটি মেয়ের কিশোরী বয়স থেকেই তা শুরু করতে হবে, ১৮ এর পূর্বে বিয়ে দেয়া নয়, ২০ বছরের পূর্বে সন্তান নয়, এবং দুই সন্তান জন্মের মধ্যে কমপক্ষে ৩ বছরের বিরতি দিতে হবে । এ সময় ১০ জন গর্ভবতী মা কে প্রাথমিক স্বাস্থ্য সেবা (আয়রণ এবং ক্যালসিয়াম) দেয়া হয় এবং নতুনদিনের পক্ষ থেকে নিরাপদ মাতৃত্বের জন্য সকল গর্ভবতীকে সেফটি কিট প্রদান করা হয়।
রাজনগরে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত
