রাজনগর প্রতিনিধিঃ
মৌলভীবাজারের রাজনগর উপজেলার ডেফলউড়া নামক স্থানে বেপরোয়া ট্রাকের ধাক্কায় রোববার সন্ধ্যায় আসাদ মিয়া নামের এক পথচারী নিহত হয়েছে। নিহত আসাদ উপজেলার দক্ষিণ টেংরা গ্রামের নাসির মামুনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, পথচারী আসাদ ইফতারের পূর্ব মূহুর্তে রাস্তার পাশ দিয়ে হাট ছিলেন। এসময় কুলাউড়ার দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং উপজেলার বিভিন্ন সড়কে চেকপোষ্ট বসিয়ে মুন্সিবাজার থেকে ট্রাক চালক রুবেল মিয়াকে আটক করে।
রাজনগর থানার অফিসার ইনচার্জ আবুল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন।
রাজনগরে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত
