স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার-ঢাকা আঞ্চলিক মহাসড়কের নিতেশ্বর এলাকায় রোববার দুপুরে একটি যাত্রীবাহী বাস ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে মমতাজ বেগম নামের এক অটোরিক্সা যাত্রী নিহত ও ৩ জন আহত হয়েছেন। এঘটনায় বাসটি থানায় নিয়ে এসেছে পুলিশ। চালককে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে। আহতরা হলেন, সিএনজি চালক আমিন মিয়া (২৮), অটোরিক্সা যাত্রী ফয়সল মিয়া (২৫) ও এ সংবাদ লেখা পর্যন্ত একজনের পরিচয় পাওয়া যায়নি। তবে তার বাড়ী শ্রীমঙ্গল উপজেলায় বলে জানা গেছে। আহতদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত মমতাজ বেগমের ছেলে শফিক জানায় একটি মামলার হাজিরা দিতে তারা মৌলভীবাজারে এসেছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হবিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী যাত্রীবাহী হবিগঞ্জ এক্সপ্রেসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মমতাজ নিহত হন।
মৌলভীবাজার মডেল থানার এসআই নাফিস সাদেক এ তথ্য নিশ্চিত করেন।
মৌলভীবাজারে বাস চাপায় অটোরিক্সা যাত্রী নিহত
