কমলগঞ্জ প্রতিনিধিঃ কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা চা বাগানের শ্রমিকের ঘর ভস্মিভূত। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার(৮ মার্চ) ভোর রাতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগান বাজার লাইন এলাকায়। আগুনের লেলিহান শিখায় মুহুর্তেই পুড়ে ছাই হলো ৬ লক্ষাধিক টাকার মালামাল। আগুনে পুড়ে নিঃশ্ব হওয়া পরিবারের প্রধান চা শ্রমিক রামিয়া কুর্মী বলেন,রাতের খাবার শেষ করে পরিবারের লোকজন নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ভোরে আগুনের তাপেই ঘুম ভাঙ্গে। চোখ মেলে তাকাতেই দেখি সমস্ত ঘর আগুন পুড়ে গেছে। কোন রকমে পরিবারের লোকজনকে নিয়ে বাহিরে বেড় হতে পেরেছি। আগুনে ৫ থেকে ৬ লক্ষ টাকার মালামাল পুড়েছে বলে জানান তিনি। মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান পুস্প কুমার কানু সত্যতা নিশ্চিত করে জানান, আমি সকালে খবর পেয়েছি কিন্তু আকাশের অবস্থা খারাপ থাকায় ঘটনাস্থলে যেতে পারিনি।
কমলগঞ্জে আগুনে চা শ্রমিকের ঘর ভস্মিভূত
