শেরপুর প্রতিনিধিঃ
মৌলভীবাজার সদর উপজেলার কাজিরবাজার আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এপ্রিল বুধবার একতা স্পোর্টিং ক্লাব আয়োজিত ওয়াহেদ আজিজ বৃত্তি (৫ম শ্রেনী) ও মরহুম সৈয়দ তরশেদ হোসেন বৃত্তি (৮ম শ্রেনী) মেধা বৃত্তির আলোচনা সভা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
একতা স্পোর্টিং ক্লাবের সভাপতি এবাদুল হক দুলুর সভাপতিত্বে ও ইলিয়াছ কবির শাহীনের পরিচালনায় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ডেভোলাপম্যান্ট ব্যাংকের পরিচালক সৈয়দ এপতার হোসেন পিয়ার, সৈয়দ এনায়েত হোসেন, বৃত্তি দাতা প্রতিনিধি সৈয়দ ইফতিয়ার হোসেন বাচ্চু, দাতা প্রতিনিধি খয়রুল হক চৌধুরী, আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয় সভাপতি মছলেহ উদ্দিন চৌধুরী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিবা রানী বিশ্বাস, আখাইলকুড়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক নুরুল হক, একতার সাধারন সম্পাদক গাজী আবেদ ও মশাহিদ হোসেন প্রমুখ।
একতা মেধাবৃত্তির পুরুস্কার বিতরণ
