ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেট এস এম মজিবুল আলমের নানা অনিয়ম ও দুর্নীতি নিয়ে“ডেপুটি কো-অর্ডিনেটরের রাজত্ব” শিরোনামে যুগান্তরে সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষ থাকে অবশেষে বদলি করেছে। ৭ এপ্রিল ৩৪.০০.০০০০.০৫১.১৯.০২৪.১৮.১৩৩ নং স্মারকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপন থেকে জানা যায়, মৌলভীবাজার যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেট এস এম মজিবুল আলমকে সিলেট যুব প্রশিক্ষণ কেন্দ্রে ও সিলেট যুব প্রশিক্ষণ কেন্দ্রের এস এ এম কবির’কে মৌলভীবাজার যুব প্রশিক্ষণ কেন্দ্রে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেয়া হয়েছে।
মৌলভীবাজার যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর বদলি
