কমলগঞ্জ প্রতিনিধিঃ আগামী ১৭ এপ্রিল বুধবার সকাল ১১ টায় সিলেট বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে ২য় ধাপে অনুষ্টিত কমলগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এর শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন নবনির্বাচিত চেয়ারম্যান হিসাবে ৩য় বারের মতো শপথ নিবেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক রফিকুর রহমান,ভাইস চেয়ারম্যান হিসেবে শপথ নিবেন রাম ভজন কৈরী ও মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম। একই সাথে মৌলভীবাজার জেলার সকল উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে বলে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় সুত্রে জানা গেছে।
কমলগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচিতদের শপথ ১৭ এপ্রিল
