কমলগঞ্জ প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে সিএনজি অটোরিক্সা চাপায় শ্রীমঙ্গল সরকারী কলেজের ডিগ্রী ৩য় বর্ষের শিক্ষার্থীর সুমনের মৃত্যুর ঘটনায় মানববন্ধন করেছে শিক্ষার্থীরা সহ উপজেলার সর্বসাধারণ। সোমবার দুপুর ২ টায় উপজেলা ময়না চত্বরে সামনে কমলগঞ্জের সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী রেজাউল করিম এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সুধীর চন্দ্র দাস, মুক্তিযোদ্ধা আব্দুল মুনিম তরফদার এডভোকেট নজরুল ইসলাম, প্রণীত রঞ্জন দেবনাথ,সাজিদুর রহমান সাজু, শাব্বির এলাহী, সুব্রত দেব রায় সঞ্জয়, গোলাম রাব্বানী তৈমুর, সাকের আলী সজিব, হামিম মাহমুদ, সুমন আহমেদ, মিনহাজ নাসির, হাসান আহমেদ, জাফর সাদেক জামি প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন, সড়কে একটি গাড়ি আরেকটি গাড়ির সাথে প্রতিযোগিতা করে চলছে। যার ফলে প্রায় সড়কে দুর্ঘটনা ঘটে চলেছে। সড়কে দুর্ঘটনায় যারা নিহত হয়েছে তাদের সুষ্ঠু বিচার দাবি করা হয়। এসময় তারা অভিযুক্ত সিএনজি চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এসময় শিক্ষার্থীরা তাদের হাতে লেখা বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা যায়। উল্লেখ্য, রোববার (২৪ মার্চ) কমলগঞ্জ উপজেলা এলাকায় দ্রুতগামী একটি সিএনজি অটোরিকশা চাপায় সুমন মিয়া গুরুতর আহত হলে সিলেট নেয়ার পথে তার মৃত্যু হয় ।
কমলগঞ্জে সিএনজি চাপায় ছাত্রের মৃত্যুর ঘটনায় মানববন্ধন
